শিরোনাম

রেল সেবাকে আরও সুলভ ও মানসম্মত করতে কাজ করবেন রেলমন্ত্রী


।। নিউজ ডেস্ক ।।
আমাদের সীমিত সম্পদ দিয়ে রেল সেবাকে সুলভ ও মানসম্মত করে তুলব। আমরা সেই নির্দেশনা অনুয়ায়ী বাস্তবায়নে কাজ করছি। সামনে যাত্রীসেবা নিশ্চিতকরণে সরকার কাজ করছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

তিনি বলেন, দেশে রেলের কর্মী সংকট রয়েছে। ২৮০০ পদের বিপরীতে ৮০০ কর্মী দিয়ে কাজ করানো হচ্ছে। রেলের অনেক যন্ত্রপাতি সৈয়দপুর কারখানায় পড়ে আছে। অথচ আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না। রেলের বগি মেরামতে এ কারখানার যে সামর্থ্য, তা আমরা ব্যবহার করতে পারছি না। অথচ রেলের বগি আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়।

মন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের আমলে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে দক্ষ শ্রমিকদের অবসরে পাঠানো হয়। ফলে রেলে শ্রমিক-কর্মচারীর মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি, রেলওয়ের সমস্যাগুলো যথাসাধ্য সমাধানের জন্য। বিদেশ থেকে ট্রেনের বগি আমদানি করা হলেও রেলের কারখানায় ট্রেনের বগি তৈরির সক্ষমতা রয়েছে। রেলের কারখানায় ইঞ্জিনও মেরামত হচ্ছে। সরকার সামনে যাত্রীসেবা আরও বৃদ্ধিতে কাজ করছে।

সূত্রঃ ঢাকা মেইল


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।