শিরোনাম

রেল লাইনে লরি উলটে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ


।। নিউজ ডেস্ক ।।
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ক্রসিংয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি পণ্যবাহী লরি। আর এই লরির নিচে চাপা পড়েছে দুটি সিএনজি অটোরিকশা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে রেল লাইনের উপর থেকে লরিটি সরিয়ে নিতে না পারায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে, রেল লাইনের উপর থেকে লরিটি সরাতে সময় লাগবে।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, সকাল সাতটায় দুর্ঘটনাটি ঘটেছে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিং এর উপর দুটি সিএনজিকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামমুখী রেললাইনটি বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনটি ডাউন লাইনে ব্যবহার করে রেল চলাচল দ্রুত স্বাভাবিক করা হচ্ছে।

কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানান, আপাতত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্রঃ মানবজমিন


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।