স্টেশনের সীমার মধ্যে অবস্থিত অব্যবহৃত জমিতে শাক-সবজি চাষে জরুরি নোটিশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ। ওই নোটিশ পাঠানো হয়।
বৃহস্পতিবার (০৭ মে) ঢাকা বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) সালাহ উদ্দীনের আদেশে বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী স্বাক্ষরিত এক জরুরি নোটিশে বিষয়টি জানা যায়।
নোটিশে বলা হয়, ডিআরএম ঢাকা কন্ট্রোলের আদেশ মোতাবেক প্রত্যেক স্টেশনের সীমার মধ্যে অব্যবহৃত জায়গায় শাক-সবজি চাষ করতে বলা হয়েছে। প্রত্যেক স্টেশনের ইনচার্জ নিজ নিজ আওতাধীন পরিত্যক্ত জমিতে শাক-সবজি চাষ করবেন।
উল্লেখ, করোনার কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চালু ছিল।
সুত্র:বার্তা২৪.কম, ০৭ মে, ২০২০
Related posts:
নেজামপুর রেলস্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন
উন্নয়ন প্রকল্প গতিহারা
পাবনায় এল বহু প্রতীক্ষিত ট্রেন
রেলওয়ের রানিং স্টাফের কর্মবিরতি স্থগিত, স্বাভাবিক হলো ট্রেন চলাচল
কাল বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী
ট্রেন চালক-পরিচালককে টেলিফোন দিলো রেলওয়ে
শতভাগ যাত্রী নিয়ে চলছে আন্তনগর ট্রেন
সংস্কার হচ্ছে রেল আইন