শিরোনাম

বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ উদ্বোধন ২৯ নভেম্বর: রেলপথমন্ত্রী

বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ উদ্বোধন ২৯ নভেম্বর: রেলপথমন্ত্রী

নিউজ ডেস্ক: রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সুদূর পরিকল্পনার অংশ হিসেবে ডাবল লাইন ডুয়েল গেজ রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি। এই সেতু চালু হলে এক কিলোমিটার গতিতে দুটি ট্রেন চলাচল করতে পারবে। এর মাধ্যমে কন্টেইনারসহ সব ধরনের মালামাল পরিবহন করা সম্ভব হবে। রেল পরিবহনে কোনো বাধা থাকছে না।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু রেল সেতু বাস্তবায়িত হলে চীন, মিয়ানমার, ভারত, ভুটান, নেপালসহ অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের যে কাঠামো, সেটির ক্ষেত্রে এই সেতুটি নতুন মাইলফলক হিসেবে তৈরি হচ্ছে। এটি বাস্তবায়িত হলে রেল যোগাযোগের সামর্থ্য বহুগুণে বেড়ে যাবে।’

তিনি গতকাল সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু সেতু পার হয়ে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেশন হয়ে সিরাজগঞ্জ হয়ে বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করতে যাচ্ছি। এটিও ডুয়েল গেজ রেলপথ হবে। এটি অন্যতম একটি প্রকল্প। এটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, রংপুর, দিনাজপুরের মানুষের দূরত্ব কমে আসবে।’

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক শামছুজ্জামান প্রমুখ।

সূত্র:শেয়ার বিজ, নভেম্বর ২৩, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.