শিরোনাম

পঞ্চগড়ে স্পেশাল পার্সেল ট্রেন উদ্বোধন করলেন রেলমন্ত্রী

পঞ্চগড়ে স্পেশাল পার্সেল ট্রেন উদ্বোধন করলেন রেলমন্ত্রী

নিউজ ডেস্ক:করোনাভাইরাস পরিস্থিতিতে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহনের জন্য ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে স্পেশাল পার্সেল ট্রেন চালু করলো বাংলাদেশ রেলওয়ে। এই স্পেশাল পার্সেল ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

শনিবার (৯ মে) বিকেলে পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে ট্রেনটি উদ্বোধন করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ।

জানা গেছে, স্পেশাল পার্সেল ট্রেনটি সপ্তাহে ছয়দিন ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে নিয়মিত ভাবে চলাচল করবে। পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে স্পেশাল পার্সেল ট্রেনটি সপ্তাহের প্রতি শনিবার, সোমবার ও বুধবার ঢাকার উদ্দেশে এবং প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছাড়বে।

সুত্র:বার্তা২৪.কম, ০৯ মে, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.