শিরোনাম

নাশকতার ৫ দিন পর চালু হলো বেনাপোল এক্সপ্রেস


।। নিউজ ডেস্ক ।।
নির্বাচন বিরোধীদের নাশকতায় গত ৫ জানুয়ারি রেলটিতে আগুনে ৪ জনকে পুড়িয়ে হত্যা ও ৪টি বগি ক্ষতিগ্রস্থ হওয়ায় যাত্রী সেবা থেকে বিরত ছিল ‘বেনাপোল এক্সপ্রেস’। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ যাত্রীবাহী রেলটি ৫ দিন পর আজ বেনাপোল-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করেছে।

এদিকে রেলে নাশকতার জড়িতদের শাস্তি ও রেলে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন যাত্রীরা।

রেল বিভাগ সুত্রে জানায়, ‘ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী ‘বেনাপোল এক্সপেস’ একমাত্র আন্তঃনগর ট্রেন পরিষেবা যা বেনাপোল বন্দরের গুরুত্ব অনুধাবন করে বেনাপোল বাসীর দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দেন। ২০১৯ সালের ১৭ জুলাই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশ রেলওয়ে সংস্থার পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ কর্তৃক পরিচালিত এটি বিলাসবহুল ও অত্যাধুনিক­ একটি ট্রেন।’

‘প্রতিদিনের মত ‘বেনাপোল এক্সপ্রেস’ ৫ জানুয়ারি দুপুর ১টায় বেনাপোল থেকে ১৫৪ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। এদের মধ্যে ৪৯ ছিল ভারত ফেরত পাসপোর্ট যাত্রী। ট্রেনটি যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি করে এবং সেসব স্টেশন থেকেও যাত্রী নিয়েছিল। কমলাপুুর পৌঁছানোর আগেই গোপীবাগ নামক স্থানে হঠাৎ আগুনে পুড়ে যায় রেলের ৪টি কোচ। দ্বগ্ধ হয়ে মারা যায় শিশুসহ ৪ জন।’

এদিকে নাশকতার এ ঘটনায় ৫ দিন বন্ধ থাকার পর আবার ১১ জানুয়ারি থেকে বেনাপোল-ঢাকা রুটে যাত্রীসেবা শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। তবে আগামীতে যাতে এমন নাশকতা না ঘটে তাতে যাত্রী নিরাপত্তা বাড়াতে আহ্বান জানিয়েছেন যাত্রীরা।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।