শিরোনাম

নাটরে চলন্ত ট্রেনের খুলে গেল ওয়াগান


।। নিউজ ডেস্ক ।।
চলন্ত অবস্থায় জ্বালানি তেলবাহী ট্রেনের পেছনের কয়েকটি ওয়াগন খুলে আলাদা হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় নাটরের মাধনগর রেলওয়ে স্টেশনের দক্ষিণের ২৪৩ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে কিছু দূরে যেতেই ওয়াগন খুলে যায়। এ ঘটনার পর ওই স্থানে উৎসুক জনতার ভিড় জমে এবং রেলগেটের দুপাশে কিছু যানবাহন আটকা পড়ে যায়। পরে ট্রেনটি মাধনগর স্টেশনে এনে পুনরায় ওয়াগন সংযুক্ত করা হয়।

মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. মমিন ইসলাম জানান, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাওয়ার পর স্টেশনের দক্ষিণের ২৪৩ নম্বর ব্রিজের কাছে পার্টিং হয়ে যায়। পরে ট্রেনটি স্টেশনে ফেরত এনে ওয়াগনগুলো লাগানো হয়। এতে কেউ আহত হয়নি। তবে ঘটনাটি কেন ঘটল তা খতিয়ে দেখা হবে।

সূত্রঃ ঢাকা পোস্ট


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।