শিরোনাম

দফায় দফায় মেয়াদ বাড়লেও শেষ হয়নি জামালপুর রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ


।। নিউজ ডেস্ক ।।
সাড়ে ছয় বছরেও শেষ হয়নি জামালপুর শহরের প্রাণ কেন্দ্রের রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের কাজ। ইতোমধ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে চার বার। বেড়েছে প্রকল্পের ব্যয়। ২১১ কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে ৪২৩ কোটি টাকা হয়েছে। অথচ দীর্ঘ দিন ধরে নির্মাণকাজ চলায় ভোগান্তি পোহাচ্ছে শহরবাসী।

রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ বন্ধ থাকায়ও জামালপুরের একমাত্র বাণিজ্যিক এলাকার ব্যবসায়ীরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যাচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ভূমি অধিগ্রহণের জটিলতায় কাজটি শেষ করতে বিলম্ব হয়েছে। আগামী ২০২৪ সালের জুনে কাজ শেষ হবে।

জামালপুর শহরের প্রধান সড়কের রেলগেট পাড় এলাকায় নিত্যদিন যানজট নিরসনে ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারিতে ৭৮০ মিটার সওজ রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প শুরু করে। এরপর কেটে গেছে সাড়ে ছয় বছর। এ সময়ে রেলওয়ে ওভার পাস প্রকল্প নির্মাণের বাস্তব অগ্রগতি ৮৮ শতাংশ। কিন্তু ২১১ কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে ৪২৩ কোটি টাকায় ঠেকেছে। এই প্রকল্পে ৭৮০ মিটার ওভার পাসসহ দুই পাশে পাকা সড়ক নির্মাণ করা হবে। এতে ৬৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। বাকী ৩৫৯ কোটি টাকা এই প্রকল্পের ভূমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে।

গেটপাড় এলাকার ব্যবসায়ী সমিতির নেতা ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ সাদী জানিয়েছেন, ওভার পাস নির্মাণ কাজ দীর্ঘ সময়ে শেষ না হওয়ায় এলাকার ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত। প্রায় সবার ব্যবসায় ধস নেমে গেছে। সাড়ে ছয় বছর ধরে নির্মাণ কাজ চলছে। দীর্ঘ সময় ধরে এই এলাকায় কখনও হাঁটু পানি, কখনো কাদা পানি জমে থাকায় তীব্র যানজট লেগেই থাকে। শুকনো মৌসুমে ধূলায় অন্ধকার হয়ে যায়। এসব কারণে ক্রেতারা এই এলাকায় আসা বন্ধ করে দিয়েছে। যার কারণে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে অন্যত্র চলে যাচ্ছে। অথচ জামালপুরের একমাত্র বাণিজ্যিক এলাকা এটি।

শাহাপুর গ্রামের আলম ছিদ্দিকী বলেন, দীর্ঘ দিন ধরে ওভার পাস নির্মাণ কাজের কারণে বায়ু দূষণে নাগরিকরা চরম ভোগান্তিতে পড়েছে। সাধারণ মানুষ এই সড়কে যেতে পারে না। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা সঠিক সময়ে ক্লাসে এবং পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এই কাজটি দ্রুত সময়ে শেষ করার দাবি জানান তিনি।

জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক জানিয়েছেন, ওভার পাস নির্মাণ কাজ বিলম্ব হওয়ার কারণ হচ্ছে ভূমি অধিগ্রহণ। ভূমি অধিগ্রহণের সমুদয় টাকা জেলা প্রশাসন বরাবর হস্তান্তর করেছি। যত দ্রুত জমিটি বুঝিয়ে দিবে আমরা পরবর্তী কার্যক্রম শেষ করতে পারবো।

৪২৩ কোটি টাকা ব্যয়ে শহরের রেলওয়ে ওভার পাস নির্মাণকাজ আগামী ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো হবে বলেও জানান তিনি।

সূত্রঃ সময় টিভি


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.