শিরোনাম

ট্রেন ছাড়ছে দেরিতে, অভিযোগ যাত্রীদের


।। নিউজ ডেস্ক ।।
ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে বলে প্লাটফর্মে থাকা যাত্রীরা অভিযোগ করেছেন। তবে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সব ট্রেন না একটি ট্রেন বিলম্ব করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্টেশনে থাকা অন বোর্ড স্ক্রিনে দেখা গেছে, মোহনগঞ্জগামী মহুয়া কম্পিউটার ট্রেন সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিকে কোনো প্লাটফর্ম নম্বর দেওয়া হয়নি। চট্টগ্রামগামী কর্ণফুলী কম্পিউটার ট্রেন সকাল ৮টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিকে কোনো প্লাটফর্ম দেওয়া হয়নি। রংপুরগামী রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিকেও কোনো প্লাটফর্ম দেওয়া হয়নি।

বিষয়টি জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, গতকাল পয়েন্ট খারাপ থাকার কারণে বিলম্ব হলেও আজকে যথারীতি ট্রেন যাচ্ছে। আজকে শুধুমাত্র রংপুর এক্সপ্রেস ট্রেন লেট আছে।

সূত্রঃ ঢাকা পোস্ট


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।