শিরোনাম

ট্রেনে ছিনতাই করতে গিয়ে কাটা পরলো ছিনতাইকারী


।। নিউজ ডেস্ক ।।
চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আরিফ সিদ্দিকী (৩৩) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) ভোরে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেল সড়কের মির্জাপুর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরিফ সিদ্দিকী টাঙ্গাইল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের কাইয়ূম সিদ্দিকীর ছেলে।

জানা গেছে, আরিফ সিদ্দিকীসহ স্থানীয় কয়েকজন মাদকাসক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস ও মির্জাপুর রেলস্টেশন এলাকায় যানবাহনে এবং ট্রেন স্টেশন এলাকায় যাত্রীদের মোবাইল ফোনসহ মালামাল ছিনতাই করে আসছিল।

গতকাল শুক্রবার ভোর রাতে সংঘবদ্ধ ওই চক্রটি রংপুর এক্সপ্রেস ট্রেনে ছিনতাই করতে গেলে চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আরিফ সিদ্দিকী নিহত হয়।

মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে রেল পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি ও মোবাইলের তিনটি কভার উদ্ধার করেছে বলে তিনি জানিয়েছেন।

সূত্রঃ যুগান্তর


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.