শিরোনাম

চট্টগ্রামে হবে মাল্টিমডাল গ্রিন কনটেইনার টার্মিনাল

চট্টগ্রামে হবে মাল্টিমডাল গ্রিন কনটেইনার টার্মিনাল

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম বন্দরের স্টেডিয়ামের সামনে কার অকশন শেডের পেছনে হালিশহরে রেলওয়ের নিজস্ব জায়গায় শনিবার মাল্টিমডাল কনটেইনার টার্মিনালের কাজের পরিদর্শন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব), চট্টগ্রাম মো. জাহাঙ্গীর হোসেন, রেলওয়ের সহযোগী প্রতিষ্ঠান কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন, সাইফ পাওয়ার গ্রুপের পরিচালক এবং সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল সাইফ এবং সাইফ পাওয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া সাইফ পাওয়ার গ্রুপের পরিচালক এবং সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল সাইফ বলেন, এ টার্মিনাল হবে দেশের একমাত্র প্রথম পরিবেশবান্ধব মাল্টিমডাল গ্রিন কনটেইনার টার্মিনাল। এ টার্মিনালের সঙ্গে সড়কপথ, রেলপথ এবং সমুদ্রপথের সরাসরি যোগাযোগ রয়েছে।

সূত্র: যুগান্তর, ০৯ ফেব্রুয়ারি ২০২২


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.