শিরোনাম

গফরগাঁওয়ে রেলওয়ের দখলকৃত জমিতে উচ্ছেদ অভিযান


।। নিউজ ডেস্ক ।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলওয়ের উচ্ছেদ অভিযানে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের আড়াই একর জমি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১১ মে) সকালে রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিউল্লাহর নেতৃত্বে গফরগাঁও স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন, রেলওয়ের কানুনগো ফুরকান, গফরগাঁও থানার পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), জিআরপি পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

জানা যায়, গফরগাঁও পৌর শহরের স্টেশনসংলগ্ন বড় চামড়া গুদাম থেকে শিবগঞ্জ রেলক্রসিং পর্যন্ত রেলওয়ের জমি অবৈধ দখল করে স্থানীয় প্রভাবশালীরা দেড় শতাধিক পাকা স্থাপনা নির্মাণ করে যুগ যুগ ধরে ব্যবসা করে আসছে।

বুধবার উচ্ছেদ অভিযানে দেড় শতাধিক পাকা স্থাপনা (দোকানপাট) ভেকু দিয়ে ভেঙে আড়াই একর জমি উদ্ধার করা হয়।
রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিউল্লাহ বলেন, গফরগাঁও রেলওয়ে স্টেশন অ্যাকসেস কন্ট্রোল (টিকিটবিহীন যাত্রীদের নিয়ন্ত্রণে) চালু করতে মুজিববর্ষ উপলক্ষে এই বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

সূত্রঃ কালের কণ্ঠ


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.