ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়া ও অন্যান্য পরিবহনের খরচ বাড়লেও এর কোনো প্রভাব পড়বে না ট্রেন যাত্রায়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আপাতত ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধি পাচ্ছে না।
আজ শনিবার সকালে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন পুনরায় চালুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।
তিনি বলেন, ভর্তুকি দিয়ে রেল চলে। সরকারকে রেলে অনেক ভর্তুকি দিতে হয়।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে রেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে না জানিয়ে রেলমন্ত্রী বলেন, টিকেটের মূল্য বৃদ্ধির ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ভবিষ্যতে যদি সার্বিকভাবে এ ধরনের কোনো চিন্তা-ভাবনা করা হয়, তখন সেটা বিবেচনা করা যাবে।
সূত্র:শেয়ার বিজ, ১৩ নভেম্বর ২০২১
Related posts:
ঢাকা-পায়রা বন্দর রেলপথ নির্মাণ: ডিপি রেলের বিষয়ে খতিয়ে দেখছে ব্রিটিশ সরকার
দুই দিন বন্ধ থাকবে বনলতা ও সুবর্ণ এক্সপ্রেস
২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে: রেলমন্ত্রী
৭৬ হাজার কোটি টাকায় ১৩ নদী পেরিয়ে ঢাকা-কক্সবাজার রেলপথ
রেলের ওপর চাপ কমেছে
আগস্ট মাসেই পরীক্ষামূলক ভাবে চলবে মেট্রোরেল
সচল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন
বাংলাদেশ-ভারত রেলপথ: বন্ধ আট লাইনের পাঁচটি চালু