শিরোনাম

জামালপুরে রেললাইনে বসে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু


।। নিউজ ডেস্ক ।।
জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে দুরমুট ইউনিয়নের রুকানাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার রুকানাই এলাকার মজিবর রহমান (১৮) ও শাকিল মিয়া (২০)। শাকিল মিয়া ইসলামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে রুকানাই এলাকায় গায়ে চাদর জড়িয়ে রেললাইনের ওপর বসে দুই বন্ধু ফ্রি ফায়ার গেম খেলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে নিচে কাটাপড়ে ঘটনাস্থলেই শাকিল মিয়ার মৃত্যু হয়। মজিবর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

তাদের বন্ধু জুনায়েদ আহমেদ বলেন, ওরা দুইজনেই সকালে গায়ে চাদর জড়িয়ে ফ্রি ফায়ার গেম খেলছিল। কানে দুজনেরই হেডফোন ছিল। কয়েকজন রেললাইন থেকে উঠে যেতে বলেছিল, তারা শোনেনি। ট্রেন অনেকবার হুইসেল দিয়েছে, ওরা শোনেনি।

মেলান্দহ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হক সিদ্দিকী বলেন, দুইজন মিলে রেললাইনে বসে গেম খেলছিলেন। এ সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

সূত্রঃ ঢাকা পোস্ট


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।