শিরোনাম

ভারতে ট্রেনে নামাজ পড়ায় আপত্তি বিজেপি বিধায়কের

ট্রেনে নামাজ আদায় করছেন ভারতের ৪জন মুসলমান

।। আন্তর্জাতিক ।।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ট্রেনের বগিতে যাতায়াতের পথে নামাজ পড়ছিলেন চার জন। সেই ঘটনার ভিডিও ধারণ করে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেন রাজ্যটির বিজেপি দলীয় সাবেক বিধায়ক দীপলাল ভারতী।

এই বিধায়কের অভিযোগ, যাতায়াতের পথে বসে নামাজ পড়ার কারণে ট্রেনে থাকা বাকি যাত্রীদের অসুবিধা হয়েছে। বিধায়ক দীপলাল ভারতী বিষয়টি নিয়ে রেলের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চিত্র ফাঁস হয়েছে, যেটি করেছেন দীপলাল নিজেই। গত বৃহস্পতিবারের ঘটনা। ‘সত্যাগ্রহ এক্সপ্রেস’ ট্রেনে করে যাচ্ছিলেন বিধায়ক দীপলাল। তিনি জানিয়েছেন, ট্রেনটি দাঁড়িয়েছিল উত্তরপ্রদেশের খদ্দা স্টেশনে। তখন বগির যাতায়াতের পথে বসে নামাজ পড়ছিলেন ৪ জন মুসলমান।

তার অভিযোগ, এভাবে নামাজ পড়ার কারণে যাত্রীরা ভীষণ অসুবিধায় পড়ে। আমি ভিডিওটি ধারণ করেছিলাম। স্লিপার কোচে নামাজ পড়ছিলেন তারা। এর ফলে যাত্রীরা ট্রেনের কামরায় ঢুকতে বা বের হতে পারছিলেন না। এদেশে প্রকাশ্যে তারা কীভাবে নামাজ পড়তে পারে? এটা একেবারেই ভুল।

সাবেক বিজেপি বিধায়ক আরও অভিযোগ করেছেন, ৪ জন নামাজ যখন পড়ছিলেন, তখন ট্রেনের বগির দু’দিকে দাঁড়িয়ে ছিলেন দু’জন। তারা কাউকে ট্রেনে উঠতে বা নামতে দিচ্ছিলেন না।

এর আগে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌর একটি শপিংমলে নামাজ পড়ার ভিডিও ভাইরাল হয়েছিল। তা নিয়ে বিতর্ক হয়েছিল অনেক। প্রশ্ন তোলা হয়েছিল, প্রকাশ্যে কেন এভাবে নামাজ পড়া চলছে এদেশের ট্রেনে।

যদিও সত্যাগ্রহ এক্সপ্রেসে থাকা যাত্রীদের অন্য একটা অংশ জানিয়েছেন, কয়েক মিনিটের জন্য নামাজ পড়েছিলেন তাদের সহযাত্রীরা। তাতে কারো কোনো সমস্যা হয়নি। উল্টো ওই বিধায়কই সবাইকে উত্তপ্ত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ তুলেছেন অনেকে। তিনিই ভিডিও ধারণ করেছেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে রেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা যায়।

সূত্র: ইন্ডিয়াটুডে


Comments are closed.