শিরোনাম

উড়িষ্যায় ট্রেন লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে, নিহত ৩

প্রতীকী ছবি

।। আন্তর্জাতিক ।।
ভারতের উড়িষ্যার (ওড়িশা) জাজপুরে একটি মালগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে ঢুকে পড়লে দুর্ঘটনায় তাৎক্ষণিক ৩ জনের মৃত্যু। এ সময় রেলওয়ে প্ল্যাটফর্মে ভুবনেশ্বরগামী লোকাল ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন অন্তত ২০ জন যাত্রী।

আজ সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে জাজপুর জেলার কোরেই স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। সে সময় ট্রেনটি প্ল্যাটফর্ম পেড়িয়ে ওয়েটিং রুমে ঢুকে পড়ে। এ দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক ভাবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

জানা যায়, সকালে পণ্যবাহী ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় কোরেই স্টেশনে। ট্রেনটি ভদ্রক জেলা থেকে কটকের দিকে যাচ্ছিল। এদিকে ঘটনায় ৩ জনের মৃ্ত্যুর পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন৷ মৃতদের মধ্যে ২ জন শিশু রয়েছে বলে জানা গেছে। তবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

জাজপুর জেলা পুলিশ সুপার জানায়, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে ২০ জনেরও বেশি যাত্রী ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। এ সময় একটি মালগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলওয়ে প্ল্যাটফর্মে উঠে যায়।

এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন দিয়ে যাওয়ার সময় পণ্যবাহী ট্রেনটির গতি কমানোর কথা ছিল। তারা সেটা করেনি। এ দুর্ঘটনায় মালগাড়ির কয়েকটি ওয়াগন উড়ে গিয়ে পাশের ফুটওভার ব্রিজেও ধাক্কা মারে।

ইস্ট কোস্ট রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা নিরাকার দাস জানান, উদ্ধারকাজে গতি আনতে দুটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা আহতদের সাহায্য করতে এবং তাদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে।


Comments are closed.