শিরোনাম

রেলের মূল্যবান যন্ত্রাংশ বিকল দেখিয়ে চলছে লুটপাট

সান্তাহার জংশন

।। রেল নিউজ ।।
নওগাঁয় প্রভাবশালীদের দখলে বেহাতের পথে রেলের শতকোটি টাকার সম্পদ। দখলে আছে রেলের ২২৯টি বাসা ও ১১টি ডাকবাংলো। ইয়ার্ড ও ওয়াগন বিকল দেখিয়ে চলছে লুটপাট। এদিকে কালোবাজারিদের হাতে থাকায় দূরপাল্লার টিকিট চড়া দরে কিনতে হচ্ছে যাত্রীদের। অনিয়ম-দুর্নীতি আর কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতায় যাত্রী ভোগান্তি চরমে দেশের প্রাচীন রেল জংশন নওগাঁর সান্তাহারে।

২ হাজার ৯৬ একর জমির ওপর গড়ে ওঠা সান্তাহার জংশনে ২২৯টি বাসা ও ১১টি ডাকবাংলো রয়েছে। এ ছাড়া রয়েছে ১২০ একরের ইয়ার্ড। এখানে যুগের পর যুগ ওয়াগনসহ নানা মূল্যবান যন্ত্রাংশ পড়ে থাকায় বিকল দেখিয়ে চলছে লুটপাট। আর বাসাবাড়ি ও জমির হিসাব দফতরের কাগজে ঠিক থাকলেও বাস্তবে রয়েছে দখলদারদের কবজায়।

জানা যায়, এ জংশনে প্রায় চার কিলোমিটারজুড়ে রয়েছে নানা স্থাপনাসহ শতকোটি টাকার সম্পদ। অভিযোগ রয়েছে, নামে-বেনামে এসব সম্পদ ক্রমান্বয়ে বেহাত হচ্ছে। এ ছাড়া টিকিট কালোবাজারিসহ যাত্রীসেবা নিয়ে রয়েছে ভুক্তভোগীদের অভিযোগ।

এ বিষয়ে সান্তাহার স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান বলেন, ভূমি উদ্ধারসহ অনিয়ম দূর করতে কাজ করছেন তারা।

রেল বিভাগের তথ্যমতে, ১৯০১ সালে নির্মাণ করা হয় সান্তাহার জংশন। এই জংশন দিয়ে যাত্রী ও বিভিন্ন পণ্য নিয়ে প্রতিদিন ৪০ থেকে ৪৫ ট্রেন চলাচল করে।

সূত্রঃ সময়নিউজ


Comments are closed.