শিরোনাম

দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর: গতবছরের তুলনায় গম আমদানি অর্ধেক


।। রেল নিউজ ।।
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে ভারত থেকে চলতি বছরের প্রথম সাত মাসে গতবছরের একই সময়ের তুলনায় গম আমদানি হয়েছে অর্ধেকেরও কম । ২০২১ সালের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ভারত থেকে ২ লাখ ৫০ হাজার ৬০০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছিল। তবে চলতি বছরের একই সময়ে গম আমদানি করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬০০ মেট্রিক টন। এটি ২০২১ সালের তুলনায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিকটন কম যা শতকরা হিসাবে ৫৩ দশমিক ০৭ শতাংশ। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের মাস্টার (তত্ত্বাবধায়ক) মীর লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২১ সালের জানুয়ারি মাসে মালবাহী ট্রেনের ১০টি ব়্যাকের মাধ্যমে ৪২০টি রেলওয়াগনে ২৪ হাজার মেট্রিক টন গম বাংলাদেশে প্রবেশ করেছিল। আর চলতি বছরের জানুয়ারি মাসে ১১টি ব়্যাকের মাধ্যমে ৪৬২টি রেলওয়াগনে ২৬ হাজার ৪০০ মেট্রিক টন গম বাংলাদেশে প্রবেশ করে। এতে গত বছরের জানুয়ারি মাসের তুলনায় চলতি বছরে জানুয়ারি মাসে ২ হাজার ৪০০ মেট্রিক টন গম বেশি এসেছে। তবে গত বছরের ফেব্রুয়ারি মাসে ১৮টি ব়্যাকের মাধ্যমে ৭৫৬টি রেলওয়াগনে ৪৩ হাজার ২০০ মেট্রিক টন গম আমদানি হয়েছিল। আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৯টি ব়্যাকের মাধ্যমে ৩৭৮টি রেলওয়াগনে ২১ হাজার ৬০০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। এক্ষেত্রে গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২১ হাজার মেট্রিক টন গম কম আমদানি হয়েছে।

গত বছরের মার্চ মাসে সাতটি ব়্যাকের মাধ্যমে ২৯৪টি রেলওয়াগনে ১৬ হাজার ৮০০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছিল। চলতি বছরের মার্চ মাসে ৯টি ব়্যাকের মাধ্যমে ৩৭৮টি রেলওয়াগনে ২১ হাজার ৬০০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। যা গত বছরের মার্চ মাসের তুলনায় চলতি বছরের মার্চ মাসে ৪ হাজার ৮০০ মেট্রিক টন গম কম আমদানি হয়েছে। গত বছরের এপ্রিল মাসে ১৫টি ব়্যাকের মাধ্যমে ৬৩০টি রেলওয়াগনে ৩৬ হাজার মেট্রিক টন গম আমদানি করা হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাসে ১০টি ব়্যাকের মাধ্যমে ৪২০ টি রেলওয়াগনে ২৪ হাজার মেট্রিক টন গম আমদানি হয়েছে। এক্ষেত্রেও গত বছরের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের এপ্রিল মাসে ১২ হাজার মেট্রিক টন গম কম আমদানি হয়েছে।

গত বছরের মে মাসে ১৮টি ব়্যাকের মাধ্যমে ৭৫৬টি রেলওয়াগনে ৪৩ হাজার ২০০ মেট্রিক টন গম আমদানি হয়েছিল। আর চলতি বছরের মে মাসে চারটি ব়্যাকের মাধ্যমে ১৬৮টি রেলওয়াগনে ৯ হাজার ৬০০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। এতে দেখা যায়, গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে ৩৩ হাজার ৬০০ মেট্রিক টন গম কম আমদানি হয়েছে। গত বছরের জুন মাসে ১৯টি ব়্যাকের মাধ্যমে ৭৯৮টি রেলওয়াগনে ৪৬ হাজার ৬০০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছিল। আর চলতি বছরের জুন মাসে তিনটি ব়্যাকের মাধ্যমে ১২৬টি রেলওয়াগনে ৭ হাজার ২০০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। যা গত বছরের জুন মাসের তুলনায় চলতি বছরের জুন মাসে ৩৯ হাজার ৪০০ মেট্রিক টন কম।

এছাড়া গত বছরের জুলাই মাসে ১৭টি ব়্যাকের মাধ্যমে ৭১৪টি রেলওয়াগনে ৪০ হাজার ৮০০ মেট্রিক টন গম বাংলাদেশে প্রবেশ করেছে। অপরদিকে চলতি বছরের জুলাই মাসে তিনটি ব়্যাকের মাধ্যমে ১২৬টি রেলওয়াগনে ৭ হাজার ২০০ মেট্রিক টন গম বাংলাদেশে প্রবেশ করেছে। এতে গত বছরের জুলাই মাসের তুলনায় চলতি বছরের জুলাই মাসে ৩৩ হাজার ৬০০ মেট্রিক টন গম কম আমদানি হয়েছে।

দর্শনার মোবারক পাড়ার আবু হাসান নামে এক ক্রেতা বলেন, বর্তমানে প্রতি কেজি গম ৪৮ টাকা দরে কিনতে হচ্ছে। গমের দাম আরেকটু কমলে আমাদের মতো সাধারণ মানুষ উপকৃত হবে। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছি।

উথলী বাজারের খুচরা গম ব্যবসায়ী মো. হারেজ আলী বলেন, শীর্ষ গম রপ্তানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে গমের দাম বেড়েছে। ভারত থেকে গম আমদানি হওয়ার কারণে খুব শিগগির গমের দাম কমতে শুরু করবে।

দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর কর্তৃপক্ষ ও স্টেশন মাস্টার (তত্ত্বাবধায়ক) মীর লিয়াকত আলী বলেন, ভারত থেকে চলতি বছরে এরই মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬০০ মেট্রিক টন গম দেশে প্রবেশ করেছে। আমদানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

সুত্রঃ জাগোনিউজ২৪ডটকম


Comments are closed.