শিরোনাম

ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক


।। রেল নিউজ ।।
গাজীপুর জেলার শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশনে লাইনের স্লিপার আনলোড করার সময় রেললাইনে ক্রেন উল্টে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ছিল। তার দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল শুরু হয়েছে। অপসারণ করা হয়েছে গাজীপুরের শ্রীপুরে রেললাইনের ওপর উল্টে পড়া ক্রেনটি।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাড়ে সকাল ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই শহীদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৯টার দিকে সাতখামাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার জানান, ঢাকা ময়মনসিংহ রেলরুটের সাতখামাইর এলাকায় রেললাইনের স্লিপার ট্রাক থেকে আনলোড করছিল ক্রেনটি। সকাল সাড়ে ৯টার দিকে ক্রেনটি কাত হয়ে রেল লাইনের ওপর পড়ে যায়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন… শ্রীপুরে ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ


Comments are closed.