শিরোনাম

টাঙ্গাইলে সিল্কসিটি এক্সপ্রেসের ধাক্কায় সরকারি কর্মকর্তা নিহত


।। রেল নিউজ ।।
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আব্দুস সোবহান টাঙ্গাইল সদর উপজেলা রিসোর্স কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলায়।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি দুপুরে ঘারিন্দা স্টেশন এলাকায় পৌঁছালে রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকা ওই কর্মকর্তা কাটা পড়েন। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

টাঙ্গাইলের স্টেশন মাস্টার নাজমুল হুদা বলেন, দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুনেছি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রেলওয়ে পুলিশের টাঙ্গাইল স্টেশন ফাঁড়ির ইনচার্জ মো. মুরাদ হোসেন বলেন, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে। পুলিশ কর্মকর্তা মরদেহের সুরতহাল প্রতিবেদন করবেন বলে তিনি জানান।


2 Trackbacks & Pingbacks

  1. i was reading this
  2. ai nude

Comments are closed.