শিরোনাম

খিলক্ষেতে ট্রেন থেকে পড়ে গিয়ে একজনের প্রাণহানি


।। রেল নিউজ ।।
রাজধানী ঢাকার খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে মো. হোসেন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি ট্রেনের পেছনে বসে আসছিলেন। ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছেন।

গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঢাকার নবাবগঞ্জ থানার চড়চড়িয়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের নিহতের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি খিলক্ষেত থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে খিলক্ষেত থানার এসআই সাদেকুর রহমান বলেন, খিলক্ষেত পল্লী বিদ্যুতের বিপরীত পাশে রেল ক্রসিংয়ে একজন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের পেছনে বসে আসছিলেন। পরে ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছেন। মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


Comments are closed.