শিরোনাম

কর্তৃপক্ষের দাবি ইঞ্জিন বিকল, যাত্রীরা বলছেন খুলনায় বিএনপির সমাবেশ


।। রেল নিউজ ।।
রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। রেল কর্তৃপক্ষ ইঞ্জিল বিকলের দাবি করলেও যাত্রীদের অভিযোগ ভিন্ন। তারা বলেন, খুলনায় বিএনপির সমাবেশ থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হয় তাদের।

সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২২ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে ঈশ্বরদী পৌঁছানোর পর আচমকা সেটি আর ছাড়েনি।

সাগরদাঁড়ি এক্সপ্রেসের অধিকাংশ যাত্রীর অভিমত, খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ট্রেনের এক নারী যাত্রী জানান, তিনি বেনাপোল হয়ে ভারতে যাওয়ার জন্য রাজশাহী থেকে রওনা হয়েছিলেন। কিন্তু ঈশ্বরদীতে এসে দুপুর ১টা পর্যন্ত ট্রেন না ছাড়ায় বিপাকে পড়েন তিনি।

তবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার জানিয়েছেন, সাগরদাঁড়ি ট্রেনের ইঞ্জিন ঈশ্বরদীতে গিয়ে বিকল হয়ে পড়ে। বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেন চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।


Comments are closed.