শিরোনাম

এলেঙ্গায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ


।। রেল নিউজ ।।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রুট হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এলেঙ্গার রাজাবা‌ড়ী লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনার কারণে এলেঙ্গা-জামালপুর মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন রেল ও সড়কের যাত্রীরা। ঘা‌রিন্দা রেল‌স্টেশ‌ন মাস্টার মোহাম্মদ সো‌হেল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার সোহেল জানান, মালবাহী এনজিবিসি ব্লক রেলটি বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাজাবাড়ী ক্রসিংয়ে লাইনচ্যুত হয়। বিষয়টি প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। তারা এসে মেরামত করার পর রেল চলাচল স্বাভাবিক হবে।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মালবাহী এক‌টি ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় রাজাবা‌ড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ১১ নম্বর ব‌গি লাইনচ্যুত হয়।

এদিকে রেল কর্তৃপক্ষ খবর পেয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধারের কাজ শুরু করেছে। রাতেই কোন এক সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন।


Comments are closed.