গাজীপুরে বালুভর্তি ট্রাক ও ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে দুই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। রোববার (৩১ অক্টোবর) বিকেলে মহানগরীর সামন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর, জয়দেবপুর রেলস্টেশনমাস্টার রেজাউল করিম জানান, বিকেল সোয়া ৫টার দিকে রেলস্টেশন সংলগ্ন সামন্তপুর এলাকায় বালুভর্তি একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ রেললাইন পার হওয়ার সময় বিকল হয়ে যায়।
এসময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা এড়াতে ব্রেক করে থামিয়ে দেন। এতে ট্রেনের ইঞ্জিনটিও বিকল হয়ে পড়ে।
এ ঘটনায় এ রুটে ময়মনসিংহ, রংপুর, রাজশাহীসহ উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে ২ ঘণ্টা পর এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
সূত্রঃ জাগোনিউজ২৪.কম
Related posts:
কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৫জন
রাজধানীর নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু
এত মৃত্যু রেললাইনে!
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
পশ্চিমবঙ্গে ট্রেন লাইনচ্যুত, বহু হতাহতের আশঙ্কা
মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল দুই ট্রেন
পবানায় ট্রাকের ধাক্কায় চলন্ত ট্রেনের ইঞ্জিন বিকল
ট্রেনের ধাক্কায় বিজ্ঞানীসহ ৩ জন নিহত