নিউজ ডেস্ক:
মঙ্গলবার এশিয়ান ডেভেলবপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের টঙ্গী-ভৈরব সেকশন পরিদর্শন করেছেন। এ উপলক্ষে তিনি ঢাকা থেকে বিশেষ ট্রেনযোগে ভৈরব যান। এ সময় তার সঙ্গে রেলওয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন।
ভৈরব থেকে সড়ক পথে তিনি বেলা আড়াইটায় নরসিংদী পৌরসভায় পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুলসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। সেখানে তিনি এডিবির অর্থায়নে নরসিংদী পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করেন এবং সেখান থেকে প্রাইভেটকারযোগে নরসিংদী রেলস্টেশনে যান। নরসিংদী রেলস্টেশন থেকে সরাসরি ট্রেনযোগে ঢাকার দিকে চলে যান।
জানা গেছে, টঙ্গী-ভৈরব বাজার ডবল লাইন নির্মাণ প্রকল্পে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ রেলওয়েকে ২০২.৫২ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে। এডিবির ঋণের ভিত্তিতেই টঙ্গী-ভৈরব বাজার ডবল লাইন নির্মিত হয়েছে। বাস্তবায়িত এই ডবল রেললাইন ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং নরসিংদী পৌরসভায় এডিবির অর্থ সাহায্যে গৃহীত বিভিন্ন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।
সুত্র:ইত্তেফাক
Related posts:
ট্রেনে নারীদের জন্য কামরা বরাদ্দে নির্দেশনা চেয়ে রিট
অবিশ্বাস্য বেতনের প্রস্তাব বাংলাদেশ রেলওয়ের
বনলতা এক্সপ্রেসে বাধ্যতামূলক খাবার বাতিলের আশ্বাস রেলমন্ত্রীর
বন্ধ হচ্ছে না রেলওয়ের প্রতীকী মূল্যে জমি বরাদ্দ
জয়দেবপুর-ঈশ্বরদী ডাবল লাইন নির্মাণে অত্যধিক ব্যয়ের উদ্যোগ
ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে উচ্চ ব্যয় নিয়ে এডিবির আপত্তি
মাঠের কর্মকর্তারা প্রকল্পে, উপেক্ষিত রেলপথ
রেলপথে দার্জিলিং