আ:ছোবাহান জুয়েল:
ঢাকা থেকে রংপুর রুটে দিবাকালে আন্ত:নগর ট্রেন , চলমান ট্রেনসমূহে লাল সবুজের বগি সংযোজন ও বন্ধ থাকা সব ট্রেন চালুর দাবিতে রংপুরে অর্ধদিবস রেল ধর্মঘট পালন করে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ ।গতকাল বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস রেল ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।রংপুরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ী, ছাত্র-যুব সংগঠনসহ সর্বস্তরের মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক সাংবাদিক ওয়াদুদ আলী জানান, দেশের রেল যোগাযোগ উন্নতি করতে সরকার একাধিক অত্যাধুনিক কোচ এনেছে। দেশের বিভিন্ন জেলায় নতুন নতুন ট্রেন চালু করা হলেও রংপুরে কোনো ট্রেন দেয়া হয়নি। এ কারণে রংপুর জেলার প্রায় ২০ লাখ মানুষ হতাশ ও ক্ষুব্ধ। জানা যায়, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রংপুর থেকে ঢাকা চলাচলকারী আন্তঃনগর ‘একতা’ ও ‘তিস্তা’ এক্সপ্রেস নামের দুটি ট্রেন বন্ধ করে দেয়া হয়। ট্রেন দুটি চালুর জন্য তারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে আসছিলো। কিন্তু কোনো কাজ হয়নি। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রংপুরবাসী পুনরায় এ দাবিতে আন্দোলন শুরু করে। এদিকে ঘেরাও, অবরোধ কর্মসূচি চলাকালে একাত্ততা প্রকাশ করে রংপুরের মুক্তিযুদ্ধ পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, ছাত্র-যুব সংগঠন।
Be the first to comment on "৩ দফা দাবিতে রংপুরে অর্ধদিবস রেল ধর্মঘট পালিত"