ঢাকা-কুড়িগ্রাম-চিলমারী রুটে আন্ত:নগর ট্রেন চালুর দাবীতে শনিবার কুড়িগ্রামে ট্রেন আটকিয়ে ৩ঘন্টা অবরোধ কর্মসুচি পালিত হয়। কুড়িগ্রাম রেল-নৌ,যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে ৮টি রেল ষ্টেশনে এ কর্মসুচিতে নারী পুরুষ স্বত:স্ফূর্ত ভাবে অংশ গ্রহন করে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসুচি পালিত হয়।
রেল-নৌ,যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ হাসান নলেজ বলেন, চিলমারী,কুড়িগ্রাম,রমনা,বালাবাড়ি, উলিপুর,পাচঁপীর, রাজারহাট, সিঙ্গেরডাবরী রেল ষ্টেশনে এক যোগে রেলপথ অবরোধ কর্মসুচি পালিত হয়। ঢাকা-কুড়িগ্রাম-চিলমারী রুটে আন্ত: ট্রেন ভাওয়াইয়া এক্সপ্রেস চালুর দাবিতে এর আগে মন্ত্রীকে ২ লাখ মানুষের গণস্বাক্ষর জমা দেয়া হয়। এছাড়া ঢাকা এবং কুড়িগ্রামে মানববন্ধন, পথসভা, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অবরোধ কর্মসুচি পালিত হয়। আগামী এক মাসের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসুচি দেয়ার আল্টিমেটাম দেন তিনি।
কুড়িগ্রাম রেল ষ্টেশনে ট্রেন থামিয়ে অবরোধ কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রেল-নৌ,যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সভাপতি তাজুল ইসলাম, প্রভাষক আব্দুল কাদের, শামসুজ্জামান সুজা, জামিউল ইসলাম বিদ্যুৎ, জিল্লুর রহমান জনি, নারী নেত্রী দীপ্তি ফারুক, ইউপি মেম্বার মনতাজ আলী প্রমূখ।
কুড়িগ্রাম ষ্টেশন মাস্টার মাঈদুল ইসলাম জানান, রেলপথ অবরোধের কারণে চিলমারী থেকে তিস্তাগামী ৪১৫ আপ ট্রেনটি কুড়িগ্রাম রেল ষ্টেশনে আটকে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
সূত্রঃ ব্রেকিংনিউজবিডি২৪, April 30, 2016
Be the first to comment on "কুড়িগ্রামে আন্ত:নগর ট্রেনের দাবীতে রেলপথ অবরোধ কর্মসূচি"