সরকার রেল যোগাযোগ আধুনিকীকরণে মেগা প্রকল্প গ্রহণ করেছে। সারা দেশে দুই লেনের লাইন স্থাপন এবং সেবার মান উন্নয়নে নেয়া হচ্ছে প্রকল্প। রেলের নতুন কোচ নির্মাণে ৫০ হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত আরামদায়ক বগি (কোচ) ‘লাল-সবুজ’ সার্ভিসের উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি একথা বলেন। তিনি বলেন, রেল যোগাযোগ আরও নির্বিঘ্নে করতে এবং যাত্রীদের সেবার মান বাড়াতে সরকার সারাদেশে দুই লেন বিশিষ্ট রেললাইন নির্মাণের প্রকল্প গ্রহণ করছে। রেলকে আধুনিক ও যুগোপযোগী করে যাত্রী সেবার মান বাড়াতে নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এরই অংশ হিসেবে ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে রেলের নতুন বগি (কোচ) নির্মাণ করা হচ্ছে।
ঢাকা-দিনাজপুর রুটের আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেসে অত্যাধুনিক কোচ “লাল-সবুজ” উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক খায়রুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার হামিদুল আলম।
আধুনিক ট্রেনের ১২টি বগীতে এসি ও নন এসি সার্ভিসসহ মোট ৮৫২ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।
৫০ হাজার কোটি টাকার প্রকল্প

দেশেই কোচ নির্মাণে দুটি ওয়ার্কশপ করছে রেলওয়ে
দেশেই ট্রেনের বগি তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে
চিলাহাটী থেকে চলবে রূপসা ও সীমান্ত এক্সপ্রেস
রেলওয়ের ৩০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যানের খসড়া চূড়ান্ত (পর্ব-১)
উদ্বোধনী দিনে ‘বনলতা এক্সপ্রেসে’ ভ্রমণ ফ্রি
ঢাকায় নদীর তলদেশে হচ্ছে রেল
দেশে আধুনিকায়ন করা হচ্ছে ৫২ রেল স্টেশন
বিলাসবহুল ও গতিবেগের ট্রেনে বদলে গেছে চিত্র
Be the first to comment on "৫০ হাজার কোটি টাকার প্রকল্প"