শাহাদত হোসেন শুভ :
“রেল আমাদের সম্পদ ,নিজে টিকিট সংগ্রহ করুন,অন্যকে টিকিট সংগ্রহে উদ্ভুদ্ধ করুন ” স্লোগানকে সামনে রেখে ট্রেনের টিকিট সংগ্রহের মাধ্যমে নেশ্চিত রেল ভ্রমনে জনসচেতনতা বৃদ্ধিতে।আজ সকাল ৯.৩০ মি উলিপুর রেলস্টেশনে কুড়িগ্রাম ও তিস্তাগামী যাত্রীদের মাঝে ট্রেনের টিকিট সংগ্রহে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন শুরু করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ,উলিপুর উপজেলা শাখা । এসময় বক্তব্য রাখেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ,কুড়িগ্রাম জেলা কমিটির কার্যকারী সদস্য অনিকেত মাসুম , উলিপুর উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর ,সাধারন সম্পাদক নুর আমিন ,উলিপুর পৌর শাখার আহ্বায়ক আ.হাসনিাত রাজিব ,শুভ প্রমুখ ।
উলিপুর রেলস্টেশন মাস্টার মুনসুর কাদের উলিপুর ডট কম কে বলেন, অন্য দিনের চেয়ে আজ টিকিট বিক্রি হয়েছে ৩ গুন বেশি ।
গণকমিটি,উলিপুরি উপজেলা শাখার শাখার সভাপতি আপন আলমগীর উলিপুর ডট কম কে বলেন,রেল জাতীয় সম্পদ ।একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের ।রমনা ট্রেনের সকল যাত্রীর টিকিট নিশ্চিত করতে তাদের এই ক্যাম্পেইন ।আগামী ৩১ জানুয়ারী ২০১৭ পর্যন্ত ট্রেনের টিকিট সংগ্রহে গণকমিটির জনসচেতনতা ক্যাম্পেইন চলবে ।
Be the first to comment on "ট্রেনের টিকিট সংগ্রহে গণকমিটির জনসচেতনতা ক্যাম্পেইন শুরু"