বহু কাঙ্খিত খুলনা অভিমুখী রূপসা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন দেশের সর্ব উত্তরের শেষ রেলস্টেশন নীলফামারীর চিলাহাটী থেকে চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
মঙ্গলবার নীলফামারীর বড় মাঠে অনুষ্টিত নীলফামারী উন্নয়ন মেলায় তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক বলেন, ঢাকা অভিমুখী নীলসাগর ট্রেনের সংখা বাড়িয়ে
দুইটি করা হবে। ইঞ্জিন ও বগি এসে পৌঁছলে খুব অল্প সময়ের মধ্যেই ট্রেনের এ যোগাযোগ কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। দেশের এমন কোনো গ্রাম নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সময়উপযোগী পদক্ষেপের কারনেই গোটা দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে বলে উল্লেখ করেন তিনি।
উন্নয়ন মেলা মাঠে জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী, শফুরা বেগম রুমি এমপি, রেল পথ সচিব ফিরোজ সালাউদ্দিন, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহেমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
সভা শেষে রেল পথ মন্ত্রী উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সুত্র:ঢাকাটাইমস,১০জানুয়ারি২০১৭
Be the first to comment on "চিলাহাটী থেকে চলবে রূপসা ও সীমান্ত এক্সপ্রেস"