ডেস্ক রিপোর্টঃ
দেশের প্রথম দ্বিতল রেলস্টেশন আলমডাঙ্গা বন্ধ করতে চিঠি দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত এ রেলস্টেশন বন্ধে কর্তৃপক্ষের চিঠি বুধবার (৩০ জানুয়ারি ) স্টেশনটিতে পৌঁছায়। এরপর থেকে টিকেট কাউন্টার ছাড়া বন্ধ হয়ে গেছে অন্য কার্যক্রম।
আলমডাঙ্গায় দায়িত্বরত স্টেশন মাস্টার মিন্টু মিয়া জানান, ৩০ জানুয়ারি, বুধবার রেলস্টেশনের কার্যক্রম বন্ধ করতে একটি চিঠি স্টেশনে এসে পৌঁছেছে।
চিঠিতে বলা হয়েছে, শুধু টিকেট মাস্টারের কার্যক্রম চালু থাকবে। ট্রেন আসা যাওয়ার তদারকিতে কেউ থাকবে না। সাতজন কর্মকর্তা-কর্মচারীকে অন্য স্টেশনে বদলি করে দেয়া হয়েছে।
সুত্র:northbangla24.net
Related posts:
আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস যাত্রীসংখ্যা বাড়লেও আসন বাড়েনি
রেলস্টেশনে তালা আড়াই মাস
নিরাপদ যাতায়াতে প্রথম পছন্দ এখন রেল
স্বাস্থ্যবিধি মেনে ঈদে ট্রেন চালানোর প্রস্তুতি রেলওয়ের
ঢাকার আন্তঃনগর ট্রেনে আরও ১০০ আসন পাবে পঞ্চগড়ঃ রেলমন্ত্রী
২০২০ সালের পর বেসরকারি খাতে কোনো ট্রেন নয়
এ মাসেই চালু বিরতিহীন বনলতা এক্সপ্রেস
ট্রেনে বাড়ছে যাত্রীর চাপ, টিকিট সংকটে অর্থ হারাচ্ছে বাংলাদেশ রেলওয়ে