উপজেলার ভাঙ্গুড়া স্টেশনে রেলের তিনটি ওয়াগন দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে। ইতোমধ্যে এর হুজ পাইপ, ব্রাশ, ব্রেক, লক প্রভৃতি চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা বলে জানা গেছে। এছাড়া ওয়াগনগুলো জঙ্গলের মধ্যে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভাঙ্গুড়া স্টেশনের সহকারী মাস্টার নজরুল ইসলাম বকুল বলেন, গত বছর জরুরি প্রয়োজনে এখানে ওয়াগনগুলো রাখা হয়। কিন্তু পরবর্তীতে সেগুলো আর নেওয়া হয়নি। এ ব্যাপারে রেলের পাকশি বিভাগের ডিআরএমও অসিম কুমার তালুকদারকে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে পারেননি।
সুত্র:ইত্তেফাক,২৭ ডিসেম্বর, ২০১৭
Related posts:
ট্রেন বন্ধ, মালগাড়িতে যাত্রী পরিবহন
রেলস্টেশন বন্ধে ভোগান্তিতে হিলির মানুষ
ঈশ্বরদীর রেলওয়ে লোকোমোটিভে জনবল সংকট! স্বাভাবিক কাজকর্ম স্থবির
টাঙ্গাইলে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
জামালপুরে রেললাইনের ক্রসিং পয়েন্টে কাঠের খিলান
লোহার পাত ও স্লিপার হচ্ছে চুরি, দখল হচ্ছে রেলের শত শত একর জমি
গোয়ালন্দে বেরিয়ার বিহীন রেলগেট!
একমাত্র রেলওয়ে জাদুঘরটিই যেন এখন জাদুঘরে!