ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন সিগনাল পয়েন্টের ৬টি নাট খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেন ও ট্রেনের যাত্রীরা ।জেলার মশাখালী রেলওয়ে ষ্টেশান মাষ্টার মো: মোয়াজ্জেম হোসেন জানান, শুক্রবার সকালে ট্রেনের লাইন ক্লিয়ারেন্স দিতে গেলে ক্লিয়ারেন্স না হওয়ায় বিষয়টি তাদের সন্দেহ হয়, পরে লাইনের চেকিংয়ের সময় ইন্টারলগিং (সিগনাল পয়েন্ট) পয়েন্টে গিয়ে লাইনের পাঁচটি নাট সহ সব রড খুলা দেখতে পায় ।তিনি আরো বলেন, নাশকতার উদ্দেশ্যে ভোর রাতে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা । মোয়াজ্জেম হোসেন জানান জানুয়ারির পনের তারিখ থেকে এ পর্যন্ত চারবার এ ধরনের ঘটনা ঘটেছে, তিনি বলেন রেল লাইনে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে বারবার দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটাচ্ছে ।
গফরগাঁওয়ে দায়িত্বপ্রাপ্ত রেলওয়ের সহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, রেল লাইনের খুলে ফেলা নাট পুনরায় লাগিয়ে দেয়া হয়েছে, স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল করছে ।
Be the first to comment on "বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন যাত্রীরা"