নিয়াজ আহমেদ সিপন: লালমনিরহাট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বিনা টিকিটে রেলভ্রমনের দায়ে ৫২ যাত্রীর জরিমানা করেছে রেলওয়ে কতৃর্পক্ষ।
শনিবার(২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় লালমনিরহাট বুড়িমারী রেলরুটে কমিউটার আপ ও ডাউন ট্রেনে এসব যাত্রীর জরিমানা করা হয়।
লালমনিরহাট রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ট(এটিএস) সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট ডিভিশনাল ট্রাফিক সুপারিয়েন্টেন্ট(ডিটিএস) মোস্তাফিজার রহমানের নেতৃত্বে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বিশেষ টিকিট চ্যাকিং অভিযান চালানো হয়।
এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া বুড়িমারীগামী কমিউটার আপ ও ডাউন ২টি ট্রেনে বিনা টিকিটে রেলভ্রমনের দায়ে ৫২ যাত্রীর জরিমানা করা হয়েছে।
এ সকল যাত্রীর কাছ থেকে ৫হাজার ৫৭০ জরিমানা ও সম পরিমান ভাড়াও আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গত কয়েক দিনের অভিযানের কারনে রেলওয়ের টিকিট বিক্রি বেড়ে যাওয়ায় অর্থ আদায়ও বেড়েছে কয়েকগুন।আগামি দিনেও এ অভিযান অব্যহত থাকবে বলেও বাংলানিউজকে জানান রেলওয়ের ওই কর্মকর্তা।
সুত্র :উত্তর বাংলা
Be the first to comment on "বিনা টিকিটে রেলভ্রমনের দায়ে লালমনিরহাটে ৫২ যাত্রীর জরিমানা"