খুলনা-বেনাপোল রুটে দিনে দুবার যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে এ রুটে খুলনা থেকে বেনাপোল পর্যন্ত যাত্রীবাহী ট্রেন দিনে একবার যাতায়াত করত। আগামীকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকার হবে বলে নিশ্চিত করেছেন বেনাপোল রেলস্টেশন মাস্টার আজিজুর রহমান।
রেল বিভাগ সূত্রে জানা যায়, খুলনা-বেনাপোল রুটে যাত্রীসেবায় দুটি ট্রেন চালানোর পাশাপাশি পুরনো সময়সূচিও পরিবর্তন হয়েছে। নতুন সময়সূচিতে আগামীকাল থেকে প্রতিদিন সকাল ৬টায় খুলনা থেকে কমিউনিটি ট্রেন যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশে রওনা হয়ে যশোর পৌঁছবে সকাল সাড়ে ৭টায়। আর বেনাপোল পৌঁছবে সকাল সাড়ে ৮টায়।ট্রেনটি আবার বেনাপোল থেকে সকাল ৯টায় যাত্রী নিয়ে রওনা হয়ে যশোর পৌঁছবে সকাল ১০টায়। আর খুলনায় পৌঁছবে বেলা ১১টা ৪০ মিনিটে।
একইভাবে ট্রেনটি আবার দুপুর ১২টা ১০ মিনিটে খুলনা থেকে রওনা হয়ে যশোর পৌঁছবে বেলা দেড়টায়। আর বেনাপোল পৌঁছবে আড়াইটায়। পরে ট্রেনটি আবার বেনাপোল থেকে যাত্রী নিয়ে বেলা সাড়ে ৩টায় রওনা হয়ে যশোর পৌঁছবে বিকাল সাড়ে ৪টায়। আর খুলনায় পৌঁছবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
সুত্র:বণিক বার্তা,ফেব্রুয়ারি ২৮, ২০১৭
Be the first to comment on "খুলনা-বেনাপোল রুটে দিনে দুবার চলবে যাত্রীবাহী ট্রেন"